ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাভারে অপহৃত প্রবাসী উদ্ধার, নারীসহ আটক ৬   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ১৫ আগস্ট ২০১৮

সাভারে এক প্রবাসীকে অপহরনের ঘটনায় এক নারীসহ ৬ অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।   

বুধবার দিনব্যাপী সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সাভারের লালটেক এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মো. জাহিদকে (৩০) অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার মহেশ খালী থানার চান্দুর চর এলাকার মো. সেলিমের মো. আবির (২৬), গাজীপুর জেলার কাপাশিয়া থানার জাকিয়া গ্রামের আবদুল রহমানের ছেলে ফয়সাল খান (২৮), শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মো. খোকনের ছেলে স্বপন (২৫), পাবনা জেলার ইশ্বরদী থানার আশনা গ্রামের আব্দুর রহিম তুফানের ছেলে মৃদুল হাসান (২৪), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার মনোয়ার হোসেনের স্ত্রী শ্রাবনী ইসলাম রুবা (৩৮), ঢাকার সাভার পৌর এলাকার সিআরপি মহল্লার আব্দুল কালামের ছেলে মো.মারুফ (২৫)।

উদ্ধার হওয়া জাহিদ সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মো. খলিলের ছেলে। এছাড়া অপহরনের ঘটনায় উদ্ধার হওয়া জাহিদ সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মো. খলিলের ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ আগষ্ট বিকেলে সাভার সিটি সেন্টারের সামনে থেকে কৌশলে চেতনা নাশক ঔষধ দিয়ে প্রবাসী জাহিদকে অচেতন করে নিয়ে যায় অপহরনকারীরা। এঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে ১৪ আগষ্ট সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এঘটনায় পুলিশ আধুনিক প্রযুক্তির বব্যহার করে বুধবার দিনব্যাপী সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শ (এসআই) ইবনে ফরহাদ।

এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসা থেকে অসুস্থ্য অবস্থায় জাহিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচ/এসি     

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি